এম মুহাম্মাদ নাজমুল হক :
ঢাকা, ৮ আগস্ট ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য খেলাফত মজলিসের খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা আজ ৮ আগস্ট সকাল ১০টায় খুলনা মহানগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মুফতি আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। খুলনা বিভাগের ৩২টি আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, সহসাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগরী সভাপিত এ এফ এম হারুনূর রশীদ, বাগেরহাট জেলা সভাপতি শায়খুল হাদীস আমিরুল ইসলাম সিদ্দিকী, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ, নড়াইল জেলা সভাপতি মাওলানা আবদুল হান্নান সরদার, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, মেহেরপুর জেলার অধ্যাপক আবদুল হান্নান, মাগুরা জেলা সহসভাপিত ড. মাওলানা ফয়জুল ইসলাম, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আজিরুল ইসলাম, সাতক্ষিরা জেলা সাধারণ সম্পাদক মুফতি কামাল উদ্দিন প্রমুখ। খুলনা বিভাগের ৩২টি আসনে ঘোষিত খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীগণ হলেন:
মেহেরপুর
মেহেরপুর-১ অধ্যাপক আবদুল হান্নান, মেহেরপুর-২ হোসাইন বাদশাহ
কুষ্টিয়া
কুষ্টিয়া-১ মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩ অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ মাওলানা আলী আশরাফ
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা-১ মো: মোখলেসুর রহমান, চুয়াডাঙ্গা-২ এডভোকেট মো: ইউনুস আলী
ঝিনাইদহ
ঝিনাইদহ-১ মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ-৪ মাওলানা ওয়াজিউল্লাহ
যশোর
যশোর-১ মাওলানা মাহবুব উল্লাহ, যশোর-২ মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর-৪ মাওলানা আশেকে এলাহী, যশোর-৫ হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ মাওলানা শফিউল্লাহ
মাগুরা
মাগুরা-১ ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ ডা: শামসুজ্জামান
নড়াইল
নড়াইল-১ হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল-২ মাওলানা আবদুল হান্নান সরদার
বাগেরহাট
বাগেরহাট-১ মাওলানা আবদুর রউফ, বাগেরহাট-২ শায়খুল হাদীস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট-৪ অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার
খুলনা
খুলনা-১ মাওলানা এমদাদুল হক, খুলনা-২ এডভোকেট মো: শহীদুল ইসলাম, খুলনা-৩ এ এফ এম হারুনূর রশীদ, খুলনা-৪ মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫: মুফতি আ: জব্বার আজমী, খুলনা-৬ মাওলানা সোলাইমান হোসেন নোমানী
সাতক্ষীরা
সাতক্ষীরা-৩ মুফতি কামাল উদ্দিন

















