রায়হান আহমেদ, মাভাবিপ্রবি সংবাদদাতা:
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণের পরিষদের উদ্যোগে মিল্লিভাত ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল মাঠে মিল্লিভাত অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে জামালপুর জেলার নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপু। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। জামালপুর জেলা ছাত্রকল্যাণের পরিষদের সভাপতি মেহেদী হাসান রাকিব বলেন, জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিশ্ববিদ্যালয় জীবনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। মিল্লিভাত অনুষ্ঠানে শিক্ষার্থীরা আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, ব্যস্ত শিক্ষাজীবনের মাঝে এ ধরনের মিলনমেলা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও একাত্মতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। পরিশেষে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট উপহার প্রদান করে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

















