এম মুহাম্মাদ নাজমুল হক :
নতুন ট্যাব ক্লিক করে ব্যবহারকারীরা সরাসরি তাদের পার্সেল ট্র্যাক করতে পারবেন মূল ইমেইল খুঁজেবের করার ঝামেলা ছাড়াই।
গুগল মোবাইল ও ওয়েবের জন্য জিমেইলে একটি বড় আপডেট আনছে যা ব্যবহারকারীদের জন্য ডেলিভারি সংক্রান্ত ইমেইল ট্র্যাক করা সহজ করবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো নতুন ‘পারচেসেজ’ ট্যাব যেখানে সব ডেলিভারি ইমেইল এক জায়গায় মিলবে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, অ্যাপে ব্যবহারকারীরা সাইড মেনু থেকে এই ভিউতে যেতে পারবেন শুধু উপরের সার্চ বক্সের পাশে থাকা হ্যামবার্গার আইকনে ক্লিক করলেই হবে।
যদিও এখন ডেলিভারির জন্য আলাদা ট্যাব থাকছে তবে যেসব পার্সেল একই দিনে পৌঁছানোর কথা সেগুলো প্রাইমারি ইনবক্সের শীর্ষে কার্ড আকারে দেখা যাবে। প্রতিটি কার্ডে থাকবে ‘সি আইটেম’ বা ‘ট্র্যাক প্যাকেজ’ বাটন। এটি ক্লিক করে ব্যবহারকারীরা সরাসরি তাদের পার্সেল ট্র্যাক করতে পারবেন মূল ইমেইল খুঁজে বের করার ঝামেলা ছাড়াই। নতুন ট্যাব আজ থেকেই ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে দেখা যেতে শুরু করবে।
এর পাশাপাশি, গুগল জিমেইলের ‘প্রমোশন’ ট্যাবেও পরিবর্তন আনছে। এখন থেকে ব্যবহারকারীরা সেখানে থাকা ইমেইলগুলোকে ‘মোস্ট রেলেভেন্ট’ অপশনে সাজাতে পারবেন।
জিমেইল ব্যবহারকারীর আগের ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে কোন ব্র্যান্ড ও ইমেইল সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করবে। পাশাপাশি, শিগগিরই শেষ হতে যাওয়া অফার ও ডিল নিয়ে ‘নাজেস’ বা স্মরণ করিয়ে দেওয়ার নোটিফিকেশনও পাঠাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিবর্তনগুলো ধাপে ধাপে চালু হবে।


















