মো: শাহ জামাল, জামালপুর সংবাদদাতা:
জামালপুরে ধর্ষক আবু সাইদ রবিন (২৫)কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।একই সাথে আড়াই লাখ টাকার অর্থ দন্ড করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন।আবু সাইদ সদর উপজেলা তুলশীরচর আনোয়ার হোসেনের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি নুরুন্দি এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। পরদিন ওই কিশোরীকে অপহরণ পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ১১ ওই কিশোরীর বাবা ইকবাল হোসেন সদর থানায় মামলা দায়ের করেন। অপরদিকে ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযুক্ত রবিনের ঘরে প্রতিবেশি ১১ বছরের শিশু কাপড় আনতে যায়। এ সুযোগে ওই বালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ওই বালিকার বাবা রেজা খান জামালপুর সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন। দুটি মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতিতভাবে দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ আদালত এই দন্ডাদেশ প্রদান করেন। রায় প্রদানকালে আাসামী পলাতক ছিল। আসামী পক্ষের মামলা পরিচালনা করেন-এডভোকেট আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন- এডভোকেট ফজলুল হক পিপি।

















