দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় সুজন(২৬) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ ঘটিকায় ০৯/০৯/২০২৫ ইং দুর্গাপুর শিবপুর সড়কের সিংগা বিলের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে, নিহত সুজন চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুরগামী অটোভ্যান চালক একটি মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে, পেছন থেকে একটি ট্রাক অটো ভ্যানটিকে ধাক্কা দিলে চালকটি ছিটকে পড়ে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানিয়েছেন মরদেহ থানায় আনা হয়েছে, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















